উত্তাল হংকং

প্রকাশ : ১৩ জুন ২০১৯, ১৮:৫৩

সাহস ডেস্ক

প্রত্যর্পণ বিল পাস না করার দাবিতে হংকংয়ে এখনো বিক্ষোভ চলছে৷ হংকং সরকারকে সমর্থন জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের নিন্দা জানিয়েছে চীন৷

বৃহস্পতিবারও (১৩ জুন) হংকংয়ে বিক্ষোভ হয়েছে৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে৷ বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ থামবে না, বরং রবিবার (১৬ জুন) প্রত্যর্পণ বিল পাস না করার দাবিতে আরো ব্যাপক জনসমাবেশ হবে৷

বুধবার (১২ জুন) পুলিশের সঙ্গে সংঘর্ষে ৭৯ জন আহত হয়৷ এক বিক্ষোভকারীকে বেদম পেটানোর ভিডিও পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে৷ তবে চীন মনে করে বিক্ষোভকারীরা সহিংস ছিল এবং সে কারণে তাদের থামাতে যা করা হয়েছে তা আইনানুগ ছিল৷

চীন আরো জানিয়েছে হংকংয়ের প্রতি তাদের পূর্ণ সমর্থন বজায় থাকবে৷ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এক বিবৃতির মাধ্যমে এ কথা জানান৷

এ সময় চলমান বিক্ষোভের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার নিন্দাও করেন গেং শুয়াং৷ তিনি বলেন, 'আমি আগেও বহুবার বলেছি যে, হংকংয়ের বিষয়টা পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয়৷ কোনো দেশ, সংগঠন বা ব্যক্তির এ বিষয়ে নাক গলানোর অধিকার নেই৷'

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন৷ তিনি বলেছন, হংকংয়ের পরিকল্পিত প্রত্যর্পণ বিল মানবাধিকার নিয়ে সংশয় জাগিয়েছে৷

সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত