কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ল ৬ মাস

প্রকাশ : ১৩ জুন ২০১৯, ১৮:৩৬

সাহস ডেস্ক

কাশ্মীরে আরো এক দফায় রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানো হয়েছে।

১২ জুন (বুধবার) মন্ত্রিসভার বৈঠকের পর এ খবর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়কর।

তিনি জানান, ২০ জুন থেকে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ নতুন করে শুরু হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকে কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অমুমোদিত হয়।

সেটি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এলে তিনি ওই ঘোষণাপত্রে সই করবেন। তার পরেই রাষ্ট্রপতি শাসনের মেয়াদ কার্যকর হবে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত