পোল্যান্ডে ১০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ : ১৩ জুন ২০১৯, ১১:৫৪

সাহস ডেস্ক

পোল্যান্ডে ১০০০ সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে দেশটিতে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনে পিছু হটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সেনা মোতায়েনের এ ঘোষণা দেন ট্রাম্প।

তিনি জানান, জার্মানিতে আমেরিকার ৫২০০০-স্ট্রং কন্টিনজেন্ট থেকে এই ১০০০ সেনা পোল্যান্ডে মোতায়েন করা হবে। তারা ড্রোনসহ অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করবে।

১২ জুন (বুধবার) ওই সংবাদ সম্মেলনে সেনা ঘাঁটির নাম ‘ফোর্ট ট্রাম্প’ রাখারও প্রস্তাব করেন প্রেসিডেন্ট দুদা। তবে ট্রাম্প স্থায়ী ঘাঁটি স্থাপনে অনাগ্রহ দেখান। রাশিয়া থেকে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়ার শঙ্কায় পিছু হটেন ট্রাম্প।

ট্রাম্প জানায়, “আমি স্থায়ী কিংবা স্থায়ী না করার বিষয়ে কিছু বলব না। এই ঘাঁটি নিশ্চিতভাবে একটি স্মারক (স্টেইটমেন্ট) হবে।”

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত