কাজাখস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী তোকায়েভ

প্রকাশ : ১২ জুন ২০১৯, ২০:২০

সাহস ডেস্ক

কাজাখস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে কাসাম জমার্ট তোকায়েভ ৭০ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তোকায়েভ সাবেক প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের পছন্দের উত্তরসূরি।

ভোট গ্রহণের একদিন পর সোমবার (১০ জুন) দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলছে, তোকায়েভ ৭০.৬ শতাংশ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরজাহান কোসানভ পেয়েছেন ১৬.২ শতাংশ ভোট।

১৯৯১ সালে রাশিয়ার নিকট থেকে স্বাধীনতা পাওয়ার পর বিগত তিন দশক ধরে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ। গত ১৯ মার্চ তার অবসর গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয় কাসিম-জোমার্ত তোকায়েভকে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত