ইহুদির ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

প্রকাশ | ১২ জুন ২০১৯, ১৮:৩৩

অনলাইন ডেস্ক

সিরিয়ার দারা প্রদেশের তেল আল হারা পার্বত্য এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। তবে ইহুদিদের ছোড়া ওই ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।

১২ জুন (বুধবার) গোলান মালভূমির নিকটবর্তী দারাপ্রদেশের তেল আল হারা পার্বত্য এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইলি বাহিনী।

তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষাব্যবস্থা এসব হামলা প্রতিহত করেছে। কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো ধ্বংস করে দেয়া হয়।

গোলান মালভূমির নিরাপত্তা ও নজরদারির জন্য অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা যায়। ২০১৮ সালের জুনে জাবহাতুন নুসরার দখল থেকে ওই এলাকাটি মুক্ত করতে সক্ষম হয় সিরিয়া বাহিনী।

সিরিয়ার সামরিক ও বেসামরিক অবস্থানে দখলদার ইসরাইল মাঝেমধ্যেই এ ধরনের হামলা করে আসছে।

সাহস২৪.কম/ইতু