সৌদির বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলা

প্রকাশ | ১২ জুন ২০১৯, ১৮:২৬

অনলাইন ডেস্ক

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একটি বিমানবন্দরে হামলা চালিয়েছে। এই হামলায় নারী ও শিশুহ ২৬ জন আহত হয়েছে। বুধবার (১২ জুন) সকালে এ হামলা চালানো হয়েছে। সৌদি সামরিক জোটের মুখপাত্র কর্ণেল আল মালিকির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও খালিজ টাইমস।

এদিকে বার্তাসংস্থা আল জাজিরা বলছে, সৌদি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এর আগে রবিবার সৌদি আরবের আরেকটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করে হুথি বিদ্রোহীরা। ওই গোষ্ঠীর পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করে।

উল্লেখ্য, সৌদি জোটকে প্রতিরোধের অংশ হিসেবে সৌদি আরবের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করছিলো হুথি বিদ্রোহীরা।

ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি'র পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিজান প্রদেশের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে বেশ কিছু ড্রোন নিক্ষেপ করেছে তারা। বিমানবন্দরের বাংকার এবং স্টেশন লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

তথ্যসূত্র: রয়টার্স, খালিজ টাইমস

সাহস২৪.কম/জয়