১১ দিনের রিমান্ডে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি

প্রকাশ : ১২ জুন ২০১৯, ১৮:০৯

সাহস ডেস্ক

অবৈধভাবে অর্থ পাচারের মামলায় গ্রেপ্তার পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ইসলামাবাদের বিশেষ আদালত।

১১ জুন (মঙ্গলবার) জারদারিকে রিমান্ডে নেওয়ার ব্যাপারে এনএবির আবেদনের ভিত্তিতে ইসলামাবাদের অ্যাকাউন্ট্যাবিলিটি আদালতের বিচারক মোহাম্মদ আরশাদ মালিক এ সিদ্ধান্ত দেন। ২১ জুনের আগে আবারও তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন তিনি।

জানা যায়, এনএবি আদালতের কাছে জারদারিকে ১৪ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে আদালত ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি চলাকালীন নিজের অসুস্থতার কথা জানিয়ে আদালতের কাছে একজন সহায়তাকারী প্রার্থনা করেন প্রেসিডেন্ট জারদারি।

এদিকে জারদারিকে আদালতে আনা উপলক্ষে রাওয়ালপিণ্ডিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অর্থপাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের মামলায় আসিফ আলি জারদারিকে সোমবার গ্রেফতার করা হয়।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত