বুরকিনা ফাসোতে হামলায় নিহত ১৯

প্রকাশ | ১২ জুন ২০১৯, ১৭:০২

অনলাইন ডেস্ক

উত্তর বুরকিনা ফাসোর আরিবিন্ডা শহরের চারপাশে হামলায় অন্তত ১৯ জন নিহত এবং ১৩ জন আহত হয়।

দেশটির সরকার জানায় ৯ জুন (রবিবার) অজ্ঞাত হামলাকারীরা এই হামলা চালায়।

গত কয়েক মাস ধরে ইসলামপন্থী সহিংসতায় দেশটিতে শত শত মানুষ মারা গেছে এবং প্রায় ১ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ জিহাদী গোষ্ঠীগুলোর কারণে অনুর্বর সাহের অঞ্চলে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে আফ্রিকান দেশটির সরকার।

বুরকিনার প্রবেশদ্বারে প্রতিবেশী দেশ মালি থেকে ইসলামী সহিংসতা ছড়িয়ে পড়ে। মালির একটি গ্রামে রবিবারের হামলায় কমপক্ষে ৯৫ জন নিহত এবং এক ডজনের বেশি লোক নিখোঁজ হন।

২০১৮ সালের ডিসেম্বর মাসে মালি সীমান্তবর্তী বুরকিনার উত্তর প্রদেশের বেশ কয়েকটি রাজ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির পর জরুরি অবস্থা ঘোষণা করতে সরকার বাধ্য হয়েছিল। আরিবিন্ডার সৌম প্রদেশে জিহাদিরা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালালে জরুরি অবস্থা ছয় মাস বাড়িয়েছিল সরকার।

বুর্কিনার সশস্ত্র বাহিনী রবিবারের হামলাকে লক্ষ্য করে একটি অনুসন্ধান অভিযান শুরু করেছে বলে দেশটির সরকার।

সাহস২৪.কম/ইতু