বাহরাইন সম্মেলনে যোগ দিচ্ছে না লেবানন

প্রকাশ : ১২ জুন ২০১৯, ১৬:৩৪

সাহস ডেস্ক

মার্কিন পৃষ্ঠপোষকতায় আগামী মাসে বাহরাইনের রাজধানী মানামায় যে অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে ফিলিস্তিনিরা যোগ দেবে না ফলে লেবাননও অংশ নেবে না বলে জানান লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল।

মূলত ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র আগামী ২৫ ও ২৬ জুন আমেরিকার নেতৃত্বে বাহরাইনে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, বাহরাইন সম্মেলনে জর্দান, মিশর ও মরক্কো প্রতিনিধি পাঠাবে। এরপর লেবানন তাদের অবস্থান নতুন করে পরিষ্কার করল। এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সম্মেলনে যোগ দেবে বলে জানিয়েছে।

ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি চুক্তির খসড়া তৈরি করেছেন তার অংশবিশেষ এ সম্মেলনে উন্মোচন করা হবে। তবে এ সম্মেলনে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ কিংবা হামাসসহ কোনো রাজনৈতিক সংগঠন যোগ দেবে না বলে ঘোষণা করেছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত