‘২০২০ সালের নির্বাচনেও ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন’

প্রকাশ | ০১ জুন ২০১৯, ১৮:৩৮ | আপডেট: ০১ জুন ২০১৯, ২০:২১

অনলাইন ডেস্ক

১৯৮৪ সাল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নির্ভুলভাবে ভবিষ্যৎবাণী করা এক কলেজ অধ্যাপক বলেছেন আগামী ২০২০ সালের নির্বাচনেও ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন।

রোনাল্ড রেগানের দ্বিতীয় মেয়াদে প্রসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া নিয়ে সর্ব প্রথম তার ভবিষৎবাণী শুরু হয়।

তবে তিনি এও বলেছেন, এ ক্ষেত্রে তার একমাত্র বাধা হয়ে দাঁড়াতে পারে বিরোধী দল ডেমোক্রেট সদস্যদের আম্পিচমেন্ট।

ওয়াশিংটনের আমেরিকান ইউনিভার্সিটির রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক এল্যান লিচটম্যান সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্টকে ইমপিচম্যান্ট করা ডেমোক্রেটদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার।

১৩টি শাখায় উন্নতি করেছেন ট্রাম্প। এ জন্য ২০২০ সালের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তার। তবে ইমপিচম্যান্ট হওয়ারও সম্ভাবনা আছে।

সূত্র: আনাদোলু