যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা নয়: ইরান

প্রকাশ : ৩০ মে ২০১৯, ১৯:০২

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় ইরান বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

২৯ মে (বুধবার) তেহরানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। একই সঙ্গে তিনি সম্প্রতি ইরানের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন।

এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও ট্রাম্পের আলোচনার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে বলেছেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তেহরান ওয়াশিংটনের সঙ্গে বসতে প্রস্তুত।

দেশটির সর্বোচ্চ নেতা খামেনি বলেন, ইরান সন্দেহাতীতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। কারণ এর মাধ্যমে কোনো ফল আসবে না, একই সঙ্গে এটি হবে ক্ষতিকর। এই অপকৌশল মোকাবেলা করার একমাত্র উপায় হচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চাপ সৃষ্টির কাজে বিদ্যমান উপাদানগুলো ব্যবহার করা।

তিনি সামরিক উপায়কে মার্কিনিদের বিরুদ্ধে পাল্টা চাপ সৃষ্টির একমাত্র হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধিতা করার পাশাপাশি আরো বলেন, প্রয়োজন অনুযায়ী এই হাতিয়ারও ব্যবহার করতে হবে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত