‘সৌদি জাহাজে হামলায় ইরানই জড়িত’

প্রকাশ : ৩০ মে ২০১৯, ১৮:৪৩

সাহস ডেস্ক

ওমান উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরাহ বন্দর উপকূলে সৌদি আরবের দু’টি তেলবাহী জাহাজসহ কয়েকটি জাহাজে হামলার পেছনে ইরানই রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

২৯ মে (বুধবার) ইউএই সফরকালে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

বল্টন আরো বলেন, ‘সৌদি আরবের দুটি ট্যাংকারসহ যে চারটি জাহাজে হামলা হয়েছে তা নিশ্চিতভাবে ইরানের পক্ষ থেকেই করা হয়েছে।’

গত ১২ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় ওমান সাগর উপকূলে এ হামলা চালানো হয়। এতে চারটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়।
যে পাঁচ দেশের সদস্যরা এ হামলার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরাও তার অংশ হিসেবে কাজ করছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত