লিবিয়ার বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে আমিরাত

প্রকাশ : ৩০ মে ২০১৯, ১৭:৩১

সাহস ডেস্ক

মধ্যপ্রাচ্যে সংঘাত উস্কে দিতে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের মাধ্যমে লিবিয়ার বিদ্রোহী তথা হাফতার বাহিনীকে অস্ত্র দিচ্ছে।

দুটি বিমানে করে এসব অস্ত্র লিবিয়ায় হাফতার বাহিনীর ঘাঁটিতে পৌঁছানো হয়েছে। এ ব্যাপারে তাদের কাছে যথাযথ প্রমাণ রয়েছে বলে দাবি করেছে আলজাজিরা।

আলজাজিরা বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনিশাফাক বলছে, আলজাজিরা তাদের স্যাটেলাইটের মাধ্যমে ছবিতে দেখতে পেয়েছে যে, জর্ডান, মিসর ও ইসরায়েলে থামার পর দুটি মালবাহী বিমান লিবিয়ায় হাফতারের সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির হত্যার পর ২০১১ সাল থেকে লিবিয়ায় বিশৃঙ্খলা বিরাজ করছে। তেল সমৃদ্ধ এ দেশ নিয়ন্ত্রণ করছে দুটি গ্রুপ।

দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে সাবেক জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন বাহিনী। আর রাজধানী ত্রিপলিসহ একটি অংশ নিয়ন্ত্রণ করছে দেশটির আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত সরকার।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত