হাঙ্গেরিতে নৌকা ডুবে নিহত ৭, নিখোঁজ ১৯

প্রকাশ : ৩০ মে ২০১৯, ১৬:১৮

সাহস ডেস্ক

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দানিয়ুব নদীতে একটি নৌকা ডুবে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১৯ জন নিখোঁজ রয়েছে।

২৯ মে (বুধবার) স্থানীয় সময় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

জানা যায়, নৌকাটিতে ৩৩ জন লোক ছিলেন যাদের অধিকাংশই দক্ষিণ কোরীয় পর্যটক। নৌকাটি নোঙ্গর করার সময় অন্য একটি জলযান নৌকাটিকে আঘাত করলে এটি ডুবে যায়।

ডুবে যাওয়া নৌকাটির নাম ‘হাবলেয়ানি’ বা ‘মৎসকুমারি’ ছিল বলে শনাক্ত করা হয়েছে। দুই ডেকের এই নৌকাটিতে ৪৫ জন লোক একসঙ্গে বসে নৌভ্রমণ উপভোগ করতে পারতেন।

এ ঘটনায় ১৯ কোরিয়ান নিখোঁজ বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সরকার কর্মকর্তাদের একটি দলকে হাঙ্গেরিতে পাঠানোর পরিকল্পনা করেছে বলে জানিয়েছে তারা।

উদ্ধারকারী দল সতর্ক করে জানিয়েছে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তীব্র স্রোত ডুবে যাওয়াদের আরো দূরে নিয়ে যেতে পারে, তাতে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত