ইরাক সীমান্তে বোরা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো তুরস্ক

প্রকাশ : ৩০ মে ২০১৯, ১৫:২৬

সাহস ডেস্ক

ইরাক সীমান্তে পিকেকে-বিরোধী (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি) অভিযানের সময় নিজস্ব প্রযুক্তিতে তৈরি বোরা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তুরস্ক।

ইরাক সীমান্তে পিকেকে’র ঘাঁটিগুলোতে অপারেশন ক্লো পরিচালনা করছে তুর্কি সামরিক বাহিনী। সেখানেই প্রথমবারের মতো এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সরকারি গণমাধ্যম ইয়েনিশাফাক এ দাবি করেছে।

ক্ষেপণাস্ত্রটি বানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠান রকেটসান। তবে রপ্তানির ক্ষেত্রে বোরা ক্ষেপণাস্ত্রের নাম 'খান' হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, তুরস্কের ইরাক ও সিরিয়া সীমান্তে রয়েছে পিকেকে বিদ্রোহীদের ঘাঁটি। তারা স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন থেকে লড়াই করছে।

কিন্তু আঙ্কারার অভিযোগ, বিদেশি সমর্থনপুষ্ট এই গোষ্ঠীটি তুরস্কের সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেইসঙ্গে সংগঠনটিকে সন্ত্রাসী তালিকায় অন্তুর্ভুক্ত করে নিষিদ্ধও করেছে তুরস্ক।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত