মোদির শপথ অনুষ্ঠানে ডাক পাননি ইমরান খান

প্রকাশ : ২৮ মে ২০১৯, ১৫:৩৪

সাহস ডেস্ক

আগামী ৩০ মে (বৃহস্পতিবার) দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। তবে সেই শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানানো হয়নি।

ভারতের লোকসভা নির্বাচনে ৩৫২ আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিজেপি।

এর আগে নরেন্দ্র মোদির প্রথমবারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ২০১৪ সালের সেই শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়। 

তবে এবার  শুধুমাত্র বিমসটেক জোটভুক্ত দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিমসটেক জোটভুক্ত দেশগুলোর মধ্যে ভারত ছাড়াও রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ড।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে গেল ফেব্রুয়ারিতে জঙ্গি হামলার ঘটনার পর থেকে উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তান। দুই দেশের পাল্টাপাল্টি বিমান হামলার মধ্যে পাকিস্তানের হাতে ভারতের পাইলট আটক হলে চরম উত্তেজনার সৃষ্টি হয়।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত