যুক্তরাষ্ট্রের টর্নেন্ডোর তাণ্ডবে নিহত ২, আহত ২৯

প্রকাশ : ২৭ মে ২০১৯, ১৭:৫১

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটির কাছে একটি এলাকায় টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২৯ জন।

২৫ মে (শনিবার) রাতের এই প্রাকৃতিক দুর্যোগে কয়েকশত মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন, কর্মকর্তাদের বরাতে জানিয়েছে। 

ওকলাহোমা সিটি থেকে ঐ এলাকাটি প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) ওকলাহোমা দপ্তর জানিয়েছে, টর্নেডোটির ঘূর্ণি বাতাসের বেগ ঘণ্টায় ২১৯ থেকে সর্বোচ্চ ২৬৬ কিলোমিটার ছিল এবং এটি সাড়ে তিন কিলোমিটার পথ ধরে তাণ্ডব চালিয়েছে।

শহরটির মেয়র জানিয়েছেন, দুই জন নিহত হওয়ার পাশাপাশি ২৯ জন সামান্য থেকে গুরুতর আঘাত পেয়েছেন এবং কয়েকশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

এছাড়া যুক্তরাষ্ট্রে মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে আরও টর্নেডো আঘাত হানতে পারে ও ভারি বর্ষণের কারণে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত