ইইউ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশিদের ভোট

প্রকাশ : ২৭ মে ২০১৯, ১৭:২১

সাহস ডেস্ক

পর্তুগালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট নির্বাচনে স্থানীয়দের সঙ্গে প্রথমবারের মতো বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসী ভোট দিয়েছেন।

২৬ মে (রবিবার) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশি অভিবাসী অধ্যুষিত এলাকা মাত্রিম মনিজের সেন্টু কমার্শীয় মুরারিয়াতে এই ওয়ার্ডের ভোট কেন্দ্র ছিল। যেখানে বেশিসংখ্যক বাংলাদেশি ভোট দেন।

ইউরোপীয় ইউনিয়নের সর্বমোট ৭৫১টি আসনের মধ্যে পর্তুগালের রয়েছে ২১টি। এর মধ্যে সর্বশেষ ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন সোসালিস্ট পার্টি ৩২ ভাগের কিছু বেশি ভোট পেয়ে প্রাথমিকভাবে এগিয়ে রয়েছে। তাছাড়া প্রধান বিরোধীদল পি এস ডি পেয়েছে ২৩ ভাগ ভোটের মতো।

আজ ২৭ মে (সোমবার) আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত