কাঠমান্ডুতে পৃথক তিন বিস্ফোরণে নিহত ৪

প্রকাশ : ২৭ মে ২০১৯, ১৫:৩৮

সাহস ডেস্ক

নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৃথক তিনটি বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। 

২৬ মে (রবিবার) এ বিস্ফোরণে মাওবাদী বিচ্ছিন্ন একটি গ্রুপ জড়িত থাকতে পারে বলে ধারণা করছে দেশটির পুলিশ।

‘কেটিভি’র সর্বশেষ খবরে বলা হয়েছে, এ দিন সকালে বিস্ফোরণগুলো কাঠমান্ডুর সুকধার, ঘাটটেকুল এবং নাগধুঙ্গা এলাকায় ঘটে।

নেপালের সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ ফোর্স এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা ব্যাপক নিরাপত্তার সঙ্গে তারা এই হামলার শিকার এলাকাগুলোকে ঘিরে রেখেছেন। একইসঙ্গে এর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কাজও শুরু হয়ে গেছে।

বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে এটি ইম্প্রোভাইজড এক্সক্লুসিভ ডিভাইস ব্যবহার করে ঘটানো হয়েছে বলে জানা যায়। এদিকে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেপালি পুলিশ এখন পর্যন্ত ধারণা করছে যে প্রশাসনিকভাবে নিষিদ্ধ স্থানীয় কমিউনিস্ট গ্রুপ এই হামলার পেছনে দায়ী। এরই মধ্যে বিস্ফোরণ স্থল থেকে মাওবাদীদের একটি বিদ্রোহী গোষ্ঠীর প্রচারণাপত্র উদ্ধার করা হয়েছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত