ইরাকে ৩ আইএস জঙ্গীর মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশ : ২৭ মে ২০১৯, ১৪:২৫

সাহস ডেস্ক

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সদস্য তিন ফরাসী নাগরিককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ইরাকের একটি আদালত।

এএফপি জানায়, ফ্রান্স থেকে পালিয়ে কেভিন গোনট, লিওনার্ড লোপেজ এবং সালিম মাসো সিরিয়ায় আইএসে যোগ দেয়। তারাসহ ১২ ফরাসি নাগরিককে আটক করে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। গত ফেব্রুয়ারি বিচারের উদ্দেশে তাদের ইরাকে পাঠিয়ে দেওয়া হয়।

বাগদাদের একটি আদালতে এ তিন ফরাসি নাগরিক দোষী সাব্যস্ত হয় এবং তাদের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ফ্রান্স থেকে আইএসে যোগ দেওয়া এ প্রথম কোনো জঙ্গী মৃত্যুদণ্ডাদেশ পেল। তবে পরবর্তী ৩০ দিনের মধ্যে এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করতে পারবে।

তবে ইরাকে এ রায়ের বিরুদ্ধে ফ্রান্স কর্তৃপক্ষ এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত