জরুরি বৈঠকে কাতারের আমিরকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

প্রকাশ : ২৭ মে ২০১৯, ১২:৫৫

সাহস ডেস্ক

ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজমান। এমন পরিস্থিতিতে সৌদি আরবের মক্কা নগরিতে দুটি জরুরি বৈঠকে কাতারকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ৩০ মে (বৃহস্পতিবার) ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর উত্তেজনার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

২৬ মে (রবিবার) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। এর আগে কাতারকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছিল দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়।

কাতার বলেছে, ইসলামের পবিত্র ভূমিতে আয়োজিত দুটি বৈঠকে তাদের আমন্ত্রণ করা হয়নি। আরব আমিরাত উপকূলে চারটি তেল ট্যাংকারে ও সৌদি আরবের তেল পাম্পিং স্টেশনে হামলার প্রেক্ষাপটে এ বৈঠক ডাকা হয়েছে।

উপসাগরীয় আরব শাসকদের এ বৈঠকে উপস্থিত থাকতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আমন্ত্রণ গ্রহণ করেছেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ তাকে এ আমন্ত্রণ পাঠিয়েছেন।

উপসাগরীয় সহযোগিতা সংস্থার(জিসিসি) প্রধানের মাধ্যমে কাতারে এ চিঠি হস্তান্তর করেছে সৌদি আরব।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত