চীনে অ্যাপল পণ্য বয়কটের ডাক

প্রকাশ : ২৬ মে ২০১৯, ১৮:২৯

সাহস ডেস্ক

মোবাইলফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটিকে সব ধরণের হার্ডওয়্যার ও সফটওয়্যার সেবা থেকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। এরই পাল্টা আঘাত হিসেবে চীন জুড়ে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের সব ধরণের পণ্য বর্জনের ডাক দিয়েছে চীনা নাগরিকরা।

২৬ মে (রবিবার) মার্কিন জায়ান্ট গুগল হুয়াওয়ের সঙ্গে সমস্ত চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে বসে। ফলে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে চীনা নাগরিক আইফোনসহ অ্যাপলের পণ্য বয়কটের ঘোষণা দিতে শুরু করেছে।

গোল্ডম্যান স্যাকস নামে একজন বিশ্লেষক ধারণা করছেন, অ্যাপল যদি চীনে নিষিদ্ধ হয় তবে তারা লভ্যাংশের ২৯ শতাংশ হারাবে। অ্যাপলের ১৭ শতাংশ পণ্য বাজারজাতকরণের দায়িত্ব চীনের ওপর। এছাড়া অ্যাপলের পণ্যও উৎপাদন হয় চীনে। তাই চীনের এ ধরনের নিষেধাজ্ঞা অ্যাপলের জন্য ভয়াবহ হবে।

তবে চীনের এ ধরনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত জবাবই হবে। তারা একটি সাহসী সিদ্ধান্তই নিবে-যোগ করেন গোল্ডম্যান।

একমাত্র অ্যাপলই চীনে উৎপাদন হয় না। সেখানে যুক্তরাষ্ট্রের আরও অনেক কোম্পানি আছে। সম্প্রতি চীন তাদের শুল্ক বৃদ্ধি করেছে, আবার যদি অ্যাপলকে নিষিদ্ধ করে তাহলে অনেক কোম্পানি চীন থেকে বেরিয়ে আসবে।

তবে এটি ভোক্তাদের জন্য দুঃসহ, কারণ চীন এবং যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য যুদ্ধের খেসারত দিতে হবে তাদের।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত