‘ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতে শেষ পর্যন্ত ইরানই বিজয়ী হবে’

প্রকাশ | ২৬ মে ২০১৯, ১৬:৩২

অনলাইন ডেস্ক

ইরান প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র কখনই ইরানকে দাবিয়ে রাখতে পারবে না। ইরানের জনগণ কখনই মার্কিন চাপে নতিস্বীকার করেনি, করবেও না। ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতে শেষ পর্যন্ত ইরানই বিজয়ী হবে।’

২৫ মে (শনিবার) সন্ধ্যায় তেহরানে গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় রুহানি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের কথা উল্লেখ করে বলেন, এভাবে ইরানকে দমিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, বর্তমানে বিশ্বের সব দেশ এবং আন্তর্জাতিক সংস্থা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধিক্কার দিচ্ছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে পশ্চিমা ৫ দেশের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এর পর ওই সমঝোতার মাধ্যমে ইরানের ওপর থেকে প্রত্যাহার করা নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করেন।

সাহস২৪.কম/ইতু