পদত্যাগ করা নিয়ে যা বললেন রাহুল

প্রকাশ : ২৫ মে ২০১৯, ১৪:০৩

সাহস ডেস্ক

ভারতে এ বছরের লোকসভা নির্বাচনে হারের শতভাগ দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। দলের সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন কি না—এমন প্রশ্নের উত্তরে রাহুল বলেছেন, ‘সিদ্ধান্তটা দলের কার্যকরী কমিটি ও আমার ওপর ছেড়ে দিন।’

গত বৃহস্পতিবার ঘোষিত নির্বাচনী ফলাফলে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একচেটিয়া বিজয় ও কংগ্রেসের ভরাডুবির প্রতিক্রিয়া জানান রাহুল গান্ধী। আমেথিতে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানির কাছে পরাজয়ের দায়ও স্বীকার করেছেন রাহুল।

আজ শনিবার কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকের কথা রয়েছে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সোনিয়া গান্ধী উপস্থিত থাকবেন।

নির্বাচনে আমেথিতে স্মৃতি ইরানির কাছে রাহুলের পরাজিত হওয়া খুবই লজ্জাজনক মনে করা হচ্ছে। ২০০৪ সালে রাজনীতিতে প্রবেশের পর থেকে আমেথির আসনটি এত দিন রাহুলের দখলেই ছিল। নির্বাচনে কংগ্রেসের লজ্জাজনক হারের দায়দায়িত্ব নিজ কাঁধে নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘এক শ ভাগ নেব।’

রাহুল বলেন, ‘ভারতের জনগণ নরেন্দ্র মোদিকে আবার প্রধানমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। একজন ভারতীয় হিসেবে জনগণের রায়কে আমি পুরোপুরি শ্রদ্ধা করি।’

সর্বশেষ ফলাফল অনুযায়ী, লোকসভা নির্বাচনে প্রধান বিরোধী দল কংগ্রেসের আসনসংখ্যা ৫২। ভারতীয় সংসদে বিরোধীদলীয় নেতার পদ অলংকৃত করতে প্রয়োজনীয় ৫৫ আসন থেকে এটি কম। ফলাফল বিশ্লেষণ জানা গেছে, লোকসভার যে ১৮৮টি আসনে বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই হয়েছে, তার মধ্যে ১৭৪টিতেই হেরেছে কংগ্রেস।

মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থান রাজ্যেও দলটির পরাজয় হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত