ভেনিজুয়েলায় কারাগারে দাঙ্গায় নিহত ২৯

প্রকাশ : ২৫ মে ২০১৯, ১৩:৪১

সাহস ডেস্ক

ভেনিজুয়েলায় আকারিগুয়া নামের একটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ২৯ জন বন্দি নিহত হয়েছেন। ওই কারাগারের ধারণ ক্ষমতা ২৫০ জনের। কিন্তু বর্তমানে ওই কারাগারে ৫৪০ জন বন্দি ছিলেন। 

২৪ মে (শুক্রবার) ভেনিজুয়েলায় পোর্টটুগেসা রাজ্যের জেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ জন পুলিশ আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই পুলিশ স্টেশন কারাগারের কিছু বন্দি বৃহস্পতিবার কয়েকজন দর্শনার্থীকে জিম্মি করে। পরে স্পেশাল ফোর্সেস (এফএইএস) পুলিশ ওই ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করলে কারাবন্দিদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়।

পরবর্তীতে কর্তৃপক্ষ সেখানে এফএইএস-র সদস্যদের পাঠায় এবং সংঘর্ষের সূত্রপাত হয়। জিম্মিকারীদের কাছে অস্ত্র ছিল, তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় তারা দুটি গ্রেনেডেরও বিস্ফোরণ ঘটায়।

কারা মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ওই পুলিশ স্টেশন কারাগারটি তাদের নিয়ন্ত্রণাধীন ছিল না।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই ভেনিজুয়েলায় বিভিন্ন কারাগারে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এর আগে গত ২০১৮ সালের মার্চে একটি কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৮ বন্দি নিহত হয়।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত