আরব নারীর প্রথম ম্যানবুকার জয়

প্রকাশ : ২৩ মে ২০১৯, ১৮:০৩

সাহস ডেস্ক

ব্রিটেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ম্যান বুকার। প্রতিবছর সাহিত্যে অবদান রাখার জন্য পুরস্কৃত হন অনেক বিশিষ্ট্য সাহিত্যিক। এ বছর প্রথম কোন আরব নারী সম্মানিত হলো ম্যান বুকার পুরস্কারে।

ওমানের ঔপন্যাসিক জোথা আলহারথি এ বছর ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার জয় করেছেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একজন আরব এই পুরস্কার পেলেন।

যে উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন সেটির নাম ‘সেলেস্টিয়াল বডিস’। ওমানে সামাজিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে চেষ্টা করছে এমন তিন বোন এবং তাদের পরিবারকে নিয়ে উপন্যাসের কাহিনী।

বিচারকরা লেখিকার ঐশ্বর্যময় কল্পনাশক্তি, লেখার চিত্তাকর্ষক শৈলি এবং কাব্যিক অন্তর্দৃষ্টির প্রশংসা করেছেন।

জোখা আলহারথি ও তার বইয়ের মার্কিন অনুবাদক মারিলিন বুথের মধ্যে ৫০ হাজার পাউন্ডের পুরস্কারের অর্থ ভাগাভাগি হবে।

বইটি প্রকাশ করেছে স্যান্ডস্টোন প্রেস, একটি নতুন প্রকাশনা সংস্থা। মাত্র চার জন পূর্ণকালীন কর্মী নিয়ে এই সংস্থা বছরে ২০ হতে ২৫টি বই প্রকাশ করে। ম্যানবুকার পুরস্কার তাদের প্রকাশনা সংস্থার জন্যও এক বিরাট সাফল্য।

উল্লেখ্য, ওমানের কোনো উপন্যাস এই প্রথম ইংরেজি ভাষায় অনুবাদ করা হলো।

জোখা আলহারথি পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। এর আগে তার আরও কিছু বই বেরিয়েছে। এর মধ্যে আছে দুটি ছোটগল্প সংকলন, একটি শিশুতোষ বই এবং তিনটি উপন্যাস।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত