জরুরি অবস্থার সময় বাড়াল রক্তাক্ত শ্রীলঙ্কা

প্রকাশ : ২৩ মে ২০১৯, ১৭:৩৬

সাহস ডেস্ক

আরো একমাস জরুরি অবস্থা জারি থাকবে শ্রীলঙ্কায়৷  ইস্টার সানডেতে রক্তাক্ত হয় কলম্বো৷ তারপরেই গোটা দেশ জুড়ে জারি হয় জরুরি অবস্থা৷

২২ মে (বুধবার) এই ঘোষণা করল রাষ্ট্রপতি মৈথিরিপলা সিরিসেনা৷

এক বিবৃতিতে দেশটির সরকার জানায়, মানুষের নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থার সময়সীমা বাড়ানো হয়৷ এতে সন্দেহজনক গতিবিধি নজরে এলেই সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে পারবে সেনা৷

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তাদের ধরতে সক্ষম হয়েছে সরকার। এই হামলার পর নতুন সন্ত্রাসবিরোধী আইন চালু করার পরিকল্পনা চলছে শ্রীলঙ্কায়।

এদিকে পুলিশ বলছে, ২১ এপ্রিলের বোমা হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের প্রায় ৪০ মিলিয়ন ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্তত দু’জন বোমা বিশেষজ্ঞ ছিলেন। যারা অভিযানে মারা গিয়েছেন।

উল্লেখ্য, ২১ এপ্রিল শ্রীলঙ্কার কয়েকটি চার্চ ও হোটেলে ধারাবাহিক আত্মঘাতী বোমা হামলায় ৪২ বিদেশি নাগরিকসহ ২৫০ জন নিহত হয়েছেন।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত