তিন ইসলামির মৃত্যুদণ্ড কার্যকর করবে সৌদি

প্রকাশ : ২৩ মে ২০১৯, ১৬:০৮

সাহস ডেস্ক

পবিত্র রমজান মাসের শেষে প্রখ্যাত তিন ইসলামী স্কলারের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সৌদি আরব। এই তিন সুন্নি ইসলামী স্কলারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।

২২ মে (বুধবার) দেশটির সরকারি দু’টি সূত্র ও অভিযুক্ত এক স্কলারের স্বজনেরা এ তথ্য জানিয়েছে।

বিশিষ্ট তিন আলেম হচ্ছেন, শাইখ সালমান আল আওদাহ, শাইখ আইদ আল ক্বরনী এবং শাইখ আলী আল আমরী। এদের মধ্যে প্রগতিশীল দৃষ্টিভঙ্গির জন্য আন্তর্জাতিকভাবে বেশি পরিচিতি রয়েছে শেখ সালমান আল-আওদাহের।

গত ১ মে তাদেরকে রায় পুনঃবিবেচনার জন্য রিয়াদের আদালতে তোলার কথা থাকলেও শুনানিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এক সরকারি কর্মকর্তা বলেন, তাদের রায় কার্যকরের জন্য আর অপেক্ষা করা হবে না।

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে এই তিন জনকে গ্রেফতার করা হয়। সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর অনেক শিক্ষাবিদ, গবেষক ও স্কলার এমনকি ইমামদেরও গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বছর অন্তত ১৪৮ জনের শিরশ্ছেদ করে সৌদি। ২০১৬ সালের জানুয়ারিতে দেশটিতে ৪৭ জনের গণশিরশ্ছেদ করা হয়।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত