১৬ সেকেন্ডে নিশ্চিহ্ন ২১ তলা ভবন

প্রকাশ | ২৩ মে ২০১৯, ১২:৪৫

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় মাত্র কয়েক সেকেন্ডে গুঁড়িয়ে দেয়া হয়েছে ১৬ হাজার টন স্টিলের একটি ভবন। ২১ তলা বিশিষ্ট মার্টিন টাওয়ার নামের এই ভবনটি মাটিতে মিশিয়ে দিতে সময় লেগেছে মাত্র ১৬ সেকেন্ড।

গত ১৮ মে (রবিবার) ডিনামাইট দিয়ে সেটি ভেঙে ফেলা হয়েছে। এই টাওয়ার ধ্বংস করতে ২১৯ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করেছে দেশটির এক্সপার্টরা।

ভবনটি যুক্তরাষ্ট্রের প্রখ্যাত স্টিল কোম্পানি বেথেলহেম স্টিলের সাবেক প্রধান কার্যালয়। টাওয়ারটি বেশ আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

স্থানীয়রা বলেন, 'বিস্ফোরণের সময় লিহাই ভ্যালির কিছু অংশ কেঁপে উঠেছিল। এ সময় ধারনার চাইতেও জোরে শব্দ হয়। বিস্ফোরণে মাটিতে কিছুটা কম্পনও অনুভূত হয়।

প্রসঙ্গত, ১৯৭২ সালে ২১ তলা মার্টিন টাওয়ারটি চালু করা হয়। এরপর ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম মার্কিন স্টিল নির্মাতা প্রতিষ্ঠানটি ব্যবসা বন্ধ করে দিলে ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে।

সাহস২৪.কম/ইতু