ইদলিবপ্রদেশে নিষিদ্ধঘোষিত রাসায়নিক হামলা, অভিযোগ যুক্তরাষ্ট্রের

প্রকাশ : ২২ মে ২০১৯, ১২:৫৮

সাহস ডেস্ক

সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিবপ্রদেশে গত রবিবার বাশার আল আসাদের অনুগত সরকারি বাহিনী ক্লোরিন গ্যাসসহ নিষিদ্ধঘোষিত রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

২১ মে (মঙ্গলবার) এ অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

রাসায়নিক হামলার ঘটনা প্রমাণিত হলে মার্কিন সামরিক জোট খুব শিগগির এর সমুচিত জবাব দেবে বলে সিরিয়াকে হুশিয়ার করেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান অর্টাগাস এক বিবৃতিতে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি সিরিয়ার সরকার নতুন করে ১৯ মে সকালে দেশটির উত্তরাঞ্চলে সরকারবিরোধীদের ওপর ক্লোরিনসহ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।’

ইদলিবে নিরীহ জনগণের ওপর হামলা করে বাশার আল আসাদ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছেন বলেও তিনি দাবি করেন।

এর আগে বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে ২০১৭ ও ২০১৮ সালে সিরিয়ার সেনাঘাঁটিতে বোমা হামলা চালায় মার্কিন বাহিনী।

প্রসঙ্গত সিরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে বাস্তুচ্যুত হওয়া বেসামরিক নাগরিক ও বিদ্রোহীরা ইদলিবে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া শক্তিশালী সশস্ত্র বাহিনীর সদস্যরাও অবস্থান করছে প্রদেশটিতে। এই মাসে সেখানে তীব্র বিমান ও কামান হামলা চালিয়েছে বাশার আল আসাদ সরকার।

সূত্র: ডেইলি সাবাহর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত