১৯৭১ এর নৌ আক্রমন নিয়ে বলিউডে ছবি

প্রকাশ : ২১ মে ২০১৯, ১৮:০৯

সাহস ডেস্ক

ভারত-পাকিস্তানের যুদ্ধের ওপর ছবি হচ্ছে বলিউডে। তবে এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ। কারণ যুদ্ধটা হয়েছিল ১৯৭১ সালে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের করাচি বন্দরে ভারতীয় নৌ সেনাবাহিনীর অভিযানের কাহিনী উঠে আসতে চলেছে বলিউডের পর্দায়।

ভারত-পাকিস্তানের লড়াইয়ের এই ছবি, নৌবাহিনীর সাহসিকতাকে পর্দায় উপস্থাপন করতে যাচ্ছেন পরিচালক রজনীশ ঘাই।

১৯৭১ সালে সমুদ্রপথে ভারতীয় নৌ বাহিনীর হাতে পাকিস্তানের পরাস্ত হওয়ার ঘটনাটিকে রূপালী পর্দায় আনতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম। ছবিটি প্রযোজনার দায়িত্বে আছে ভূষণ কুমারের সংস্থা।

ভারতীয় নৌ বাহিনীর অন্যতম সফল অভিযান ছিল ১৯৭১ সালের সেই অভিযান। যুদ্ধে প্রায় ১৯০০ পাকিস্তানী সৈন্য নিহত হয়। ভারতীয় পক্ষে মারা যায় ১৯৪ জনের মতো সৈনিক। এছাড়া তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রাম ও করাচি বন্দর সম্পূর্ণরূপে বিধ্বস্থ হয়।

ছবিটির নাম আপাতত রাখা হয়েছে ‘নেভি ডে’। তবে নাম বদলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত