ক্রাইস্টচার্চে হামলায় সন্ত্রাসবাদে অভিযুক্ত ব্রেন্টন

প্রকাশ : ২১ মে ২০১৯, ১৭:৫২

সাহস ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যায় অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্টকে সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্তি করা হয়েছে।

২১ মে (মঙ্গলবার) এক বিবৃতিতে নিউ জিল্যান্ডের পুলিশ একথা জানিয়েছে বলে।

ইতোমধ্যেই ট্যারান্টের বিরুদ্ধে ৫১টি খুন ও ৪০টি খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। জুনে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

নিউজিল্যান্ডের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী নির্বিচার গুলিবর্ষণের ঘটনা। এ হামলার পর নিউ জিল্যান্ডের পার্লামেন্ট সামরিক ধরনের আধা-স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে আইন পাশ করে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত