জিসিসিভুক্ত আরব দেশগুলোতে টহল শুরু

প্রকাশ : ২১ মে ২০১৯, ১৬:৫০

সাহস ডেস্ক

ইরান ও আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জিসিসিভুক্ত আরব দেশগুলো মধ্যপ্রাচ্যে যৌথ টহল দেয়া শুরু করেছে।

বাহরাইনে মোতায়েন মার্কিন ৫ম নৌবহর এ কথা জানিয়েছে।

মার্কিন সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, আমেরিকার সঙ্গে ১৮ মে (শনিবার) থেকে যৌথ টহল শুরু করেছে আরব দেশগুলো। আঞ্চলিক নৌবাহিনীগুলো পরস্পরের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানো এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে এ টহল দেয়া হচ্ছে।

গত সপ্তাহে বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদরদপ্তরে পারস্য উপসাগরীয় এলাকার আরব দেশগুলোর সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক হয় এবং ওই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক টহল শুরু হয়েছে।

ইরানি গণমাধ্যম পার্সটুডে বলেছেন, কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা সমুদ্রবন্দরে চারটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটার পরই এ ধরনের পদক্ষেপ নেয়া হলো।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত