পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার বাণিজ্য স্থগিত

প্রকাশ : ২০ মে ২০১৯, ১৯:০৬

সাহস ডেস্ক

সম্প্রতি শ্রীলংকায় মুসলিম সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান হামলার কারণে পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার বাণিজ্য সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে।

পাকিস্তান থেকে বেশিরভাগ পণ্য আমদানি করে থাকে শ্রীলংকার মুসলিম সম্প্রদায়ই।

পাকিস্তান-শ্রীলংকা বিজনেস ফোরামের চেয়ারম্যান আসলাম পাখালি বলেন, ‘পাকিস্তান থেকে শ্রীলংকায় চাল ও পোশাক রপ্তানি বন্ধ করে দেয়া হয়েছে। কমে গেছে আলু রপ্তানিও।’

তিনি বলেন, ‘শ্রীলংকার মুসলিম সম্প্রদায়ই মূলত পাকিস্তানি পণ্যগুলো আমদানি করে ও বিক্রি করে। তারাই পাকিস্তানি রপ্তানিকারকদের সহযোগী। কিন্তু সাম্প্রতিক সহিংসতায় তাদের অনেকেরই ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।’

শ্রীলংকায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে বন্ধ থাকবে বাণিজ্য। এতে চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে পাকিস্তানকে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত