তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় নিহত ৩২

প্রকাশ | ২০ মে ২০১৯, ১৯:০১

অনলাইন ডেস্ক

এশিয়ার মধ্যাঞ্চলীয় দেশ তাজিকিস্তানের পূর্বাঞ্চলীয় উচ্চ নিরাপত্তা সমৃদ্ধ একটি কারাগারে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সৃষ্ট দাঙ্গায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৯ জন।

২০ মে (সোমবার) দেশটির বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে কারাগারে সৃষ্ট সংঘর্ষের এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, রাজধানী দুশানবে থেকে ১০ কিলোমিটার (ছয় মাইল) পূর্বে অবস্থিত ভখদাত শহরের কারাগারে দাঙ্গা ছড়িয়ে পড়ে। তখন আইএস জঙ্গিরা ছুরি দিয়ে তিনজন রক্ষীসহ আরও অন্তত পাঁচজন বন্দিকে হত্যা করে।

কারাগারটিতে বর্তমানে ১৫ হাজার কয়েদি রয়েছেন। যে কারণে তাদের নিরাপত্তা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। মূলত এতেই কারাগারে থাকা ২৪ জঙ্গি প্রাণ হারায় বলে দাবি দেশটির বিচার মন্ত্রণালয়ের।

সাহস২৪.কম/ইতু