বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

প্রকাশ : ২০ মে ২০১৯, ১৭:৩২

সাহস ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদের অতি সুরক্ষিত স্থান হিসেবে পরিচিত গ্রিন জোনে একটি রকেট হামলা হয়েছে।

১৯ মে (রবিবার) যে স্থানটিতে হামলাটি হয়েছে সেখানে বেশ কিছু সরকারি ভবন এবং মার্কিন মিশনসহ বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে।

বাগদাদ-ভিত্তিক দুটি কূটনৈতিক সূত্রও এই বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছে।

ইরাকি সামরিক বাহিনী জানায়, দেশের গ্রিন জোনের মধ্যে একটি ক্যাচুশা রকেট আঘাত এনেছে। তবে এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কে বা কারা এই হামলাটি চালিয়েছে এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র আরব নিউজকে জানায়, এটি একটি ক্যাচুসা রকেট। কোনো একটি দূতাবাসকে লক্ষ্য করে পূর্ব বাগদাদ থেকে এই রকেটটি নিক্ষেপ করা হয়। তবে এটি অনেক দূর থেকে নিক্ষেপ করায় এটা নির্দিষ্ট নিশানায় আসতে পারেনি।

তবে চলতি সপ্তাহে রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও ইরবিল কনস্যুলেট থেকে অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে মার্কিন ট্রাম্প প্রশাসন।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত