মার্কিন কারাগারে বন্দি ইরানের বিজ্ঞানী

প্রকাশ | ২০ মে ২০১৯, ১৭:২৫

অনলাইন ডেস্ক

মার্কিন কারাগারে বিনা বিচারে গত সাত মাস ধরে আটক রয়েছেন ইরানের শীর্ষ পর্যায়ের স্টেম সেল বিজ্ঞানী ড. মাসুদ সোলায়মানি।

ইরানের তারবিয়াত মোদারেস বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল গবেষক অধ্যাপক সোলায়মানি গত অক্টোবর মাসে আমেরিকা পৌঁছানোর পর মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তাকে আটক করে।

মাসুদ সোলায়মানির অ্যাটর্নি লিওনার্দ ফ্রাংকো জানান, গুরুত্বপূর্ণ একটি গবেষণা কর্মসূচিতে অংশ নেয়ার জন্য মাসুদ আমেরিকা আসার আমন্ত্রণ জানায় মিনোসোটার মাইয়ো ক্লিনিক। আমন্ত্রণে সাড়া দিয়ে আমেরিকা গেলে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই তাকে আটক করে এবং তার ভিসা বাতিল করে।

তিনি আরো বলেন, মাসুদ সোলায়মানিকে কোন রকম বিচার না করেই আটলান্টার একটি কারাগারে আটক করে রেখেছে আমেরিকা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মার্কিন সরকারি কৌঁসুলি অথবা এফবিআই কেউই কোন মন্তব্য করেনি।

সাহস২৪.কম/ইতু