ইরানের মতো নিরাপত্তার দেশ আর নেই: জেনারেল রেজায়ি

প্রকাশ : ২০ মে ২০১৯, ১৪:১৯

সাহস ডেস্ক

বর্তমানে ইরানে যে নিরাপত্তা বিরাজ করছে বিশ্বের অন্য কোনো দেশে তা নেই বলে মন্তব্য করেছেন ইরানের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান কাসেম রেজায়ি। আয়াতুল্লাহ খামেনীর প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাতে এ মন্তব্য করেন রেজায়ি।

তিনি বলেন, ‘এমন সময় ইরানকে পূর্ণ নিরাপত্তা দেয়া সম্ভব হয়েছে যখন মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। আর সীমান্তে ইরানের জন্য যে হুমকি সৃষ্টি করা হচ্ছে তার মূলে রয়েছে আমেরিকা।’

ইরানের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান বলেন, ‘রাতের অন্ধকারে যেসব মাদক চোরাচালান হয় তার বিরুদ্ধে আরো শক্ত পদক্ষেপ নেয়া হবে।’

সাক্ষাতে খামেনীর প্রতিনিধি মোস্তফা ওলামা বলেন, ‘ইরান সামরিক সক্ষমতার দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠায় আমেরিকার রাতের ঘুম হারাম হয়ে গেছে। ইরানের সঙ্গে আমেরিকার সকল শত্রুতার কারণ এই একটিই বলে তিনি মন্তব্য করেন।’

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত