উপসাগরে উত্তেজনায় জরুরি বৈঠকে সৌদি আরব

প্রকাশ | ১৯ মে ২০১৯, ১৮:৪০

অনলাইন ডেস্ক

সৌদি আরব উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ব্যাপারে আলোচনার জন্য আঞ্চলিক উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও আরব লীগের জরুরি বৈঠক ডেকেছে।

 আগামী ৩০ মে পবিত্র নগরী মক্কাতে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী।

আরব আমিরাতের উপকূলে চারটি বাণিজ্যিক হামলা এবং সৌদির রাজধানীর রিয়াদের কাছে একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়। এসবের পেছনে ইরান জড়িত বলে দাবি করছে সৌদি আরব ও তার মিত্ররা।

ইরানের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বিমানবাহী যুদ্ধ জাহাজ এবং বোমারু বিমান মোতায়েন করায় অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

এদিকে সৌদি আরবের তেল কোম্পানি 'আরামকো' মিসরকে প্রতি মাসে সাত হাজার ৫০০ কোটি ডলার মূল্যের তেল ফ্রি দেয়ার সময়সীমা বাড়ানোর পাশাপাশি মিসরের কেন্দ্রীয় ব্যাংকে বিপুল পরিমাণ ডলার জমা রাখার প্রস্তাব দিয়েছে রিয়াদ।

এছাড়া আরব আমিরাতও মিসরের মোট রিজার্ভ বাড়াতে ১৫ বিলিয়ন ডলার জমা রাখার প্রস্তাব দিয়েছে।

সাহস২৪.কম/ইতু