শান্তি পরিকল্পনার অর্থ আত্মসমর্পণ: রিয়াদ মালকি

প্রকাশ : ১৯ মে ২০১৯, ১৬:২৭

সাহস ডেস্ক

ইসরায়েলি-ফিলিস্তিনি দ্বন্দ্ব নিরসনে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা তৈরি করছে তাকে ‘আত্মসমর্পণ’ বলে বর্ণনা করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যাকে 'শতবর্ষের সেরা পরিকল্পনা' বলছেন- তা আসলে ‘ফিলিস্তিনিদের শত-বর্ষব্যাপী দুর্ভোগকেই বৈধতা দেবে।’

তবে ওয়াশিংটন কর্তৃপক্ষ বলছে, আগামী মাসে এটি প্রকাশ করা হবে। ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা সম্পর্কে কোন অবস্থান নেয়নি।

চলতি মাসের শুরুতে ট্রাম্পের ঊর্ধ্বতন উপদেষ্টা ও জামাতা জারেদ কুশনার জানান যে, প্রস্তাবিত ‘কাঠামোতে দুই পক্ষই লাভবান হবে।’ কুশনারই এই কথিত শান্তি পরিকল্পনার রূপকার।

তবে এই শান্তি কাঠামোতে তথাকথিত 'দুই-রাষ্ট্র ভিত্তিক সমাধান' থাকবে কি না, তা পরিষ্কার নয়।

ট্রাম্প প্রশাসনের পরিকল্পনায় নেই কোনো স্বাধীনতার প্রস্তাব, নেই স্বাধিকারের প্রস্তাব, নেই মুক্তি কিংবা ন্যায়বিচার জানান মালকি।

ট্রাম্পের পরিকল্পনার প্রতি ইঙ্গিত করে মালকি বলেন, ফিলিস্তিনিরা কোনোমতেই ওই পরিকল্পনা মেনে নেবে না।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত