সাবেক সিআইএ কর্মকর্তার ২০ বছরের জেল

প্রকাশ | ১৯ মে ২০১৯, ১৬:২০

অনলাইন ডেস্ক

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা কেভিন ম্যালোরিকে (৬২) ২০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি বলছে, আদালতের রায়ে মার্কিন গোয়েন্দা সংস্থার ক্ষেত্রে এ ধরনের কাজকে একটি ‘ভীতিকর প্রবণতার’অংশ হিসেবে অভিহিত করা হয়।

খবরে বলা হয়েছে, ২০১৭ সালের কেভিন ম্যালোরি প্রায় ২৫ হাজার ডলারের বিনিময়ে চীনের গোয়েন্দা সংস্থার এক এজেন্টের কাছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর গোপন তথ্য বিক্রি করেন। ওই অভিযোগে গুপ্তবৃত্তি আইনের আওতায় মালোরিকে দোষী সাব্যস্ত করা হয়।

মার্কিন অ্যাটর্নি জেনারেল যাচরি ট্রিউইগার বলেন, জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন কেভিন।

সাহস২৪.কম/ইতু