ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

প্রকাশ : ১৯ মে ২০১৯, ১৫:৫২

সাহস ডেস্ক

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দিয়ে দেশটির ওপর সামরিক হামলা চালানোর  পরিকল্পনাও করেন। সর্বশেষ অবস্থা ধ্বংসাত্মক ওই পরিকল্পনা থেকে সরে আসছে ওয়াশিংটন।

তবে ইরানও সম্ভাব্য সামরিক হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখায়। সেইসঙ্গে ইরানের ব্যাপারে ট্রাম্পের নীতির বিরুদ্ধে দেশটির ভেতরে ও বাইরে এবং ইউরোপীয় মিত্ররাও অবস্থান নেয়। ফলে শেষ পর্যন্ত ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন বলে মনে করা হচ্ছে।

আমেরিকার টাইম ম্যাগাজিন বলছে, ‘ইরানে হামলার ব্যাপারে ওয়াশিংটনের সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই।’

ইরানি গণমাধ্যম পার্সটুডে বলছে, ‘মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি থেকে সরে এসেছেন।’

মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস লিখেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি থেকে সরে এসে ইরানের ওপর প্রচারণাগত চাপ সৃষ্টির পথ বেছে নিয়েছেন, যাতে কূটনৈতিক পন্থা অবলম্বনের মাধ্যমে দুই দেশের মধ্যে সৃষ্ট সামরিক উত্তেজনা কমিয়ে আনা যায়।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত