অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচন ২০১৯

প্রকাশ : ১৮ মে ২০১৯, ১৩:২৯

সাহস ডেস্ক

শনিবার (১৮ মে) সকাল থেকে অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। দেশটিতে প্রত্যেক নাগরিকের জন্য ভোট দেয়া বাধ্যতামূলক।

এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৬৪ লাখ। সরকার গঠন করতে পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের (নিম্নকক্ষ) ১৫১টি আসনের মধ্যে অন্তত ৭৬টি আসনে জয় পেতে হবে।

এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী স্কট মরিসনের লিবারেল-ন্যাশনাল জোট ও বিরোধী নেতা বিল শর্টেনের মধ্য-বামপন্থী অস্ট্রেলিয়ান লেবার পার্টির (এএলপি) মূল লড়াই হবে বলে আভাস মিলেছে। 

এই নির্বাচনে লেবার পার্টি জয় পেলে গত ৯ বছরের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রীর দেখা মিলবে।

এক জনমত জরিপে দেখা যায়, ক্ষমতাসীন জোটের চেয়ে লেবার পার্টি ৫১-৪৯ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। এর ফলে এবার অস্ট্রেলিয়ায় সরকার পরিবর্তন হবে বলেই ধারণা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ায় এবারের নির্বাচনে মূল ইস্যুগুলো হচ্ছে অর্থনীতি, জীবনযাত্রার মান ও স্বাস্থ্য। তবে বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ুর পরিবর্তন এবং সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা না পাওয়ার কারণে দেশটির তরুণরা খুব হতাশ।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত