নাইজারে জঙ্গি হামলায় ১৭ সেনা নিহত

প্রকাশ | ১৭ মে ২০১৯, ১২:৪১

অনলাইন ডেস্ক

নাইজারের মালি সীমান্তে জঙ্গি হামলায় ১৭ জন সেনা নিহত হয়েছেন। মালি সীমান্তের কাছে নাইজার সেনাদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায় জঙ্গিরা।

গত ১৫ মে (বুধবার) পশ্চিমাঞ্চলীয় শহর টোংগো টোংগোর কাছে এ হামলায় আরো ১১ জন সেনা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির মুখপাত্র আবদুর রহমান জাকারিয়া।

হামলা সম্পর্কে তিনি বলেন, ‘রাজধানী নিয়ামেই থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগারে জঙ্গিরা হামলা চালায়। এ সময়ে তাদেরকে প্রতিহত করতে আসা একটি পুলিশের গাড়ি মাটিতে পুঁতে রাখা মাইনের আঘাতে বিস্ফোরিত হয়। ফলে এ প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে ২০১৭ সালে একই স্থানে জঙ্গিরা ৪ মার্কিন সেনাকে হত্যা করেছিল।’

সাহেল অঞ্চলের নাইজার, বুরকিনা ফাসো, চাদ, মালি এবং মৌরিতানিয়া এই পাঁচটি দেশে এখনো জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে আল-কায়েদা ও ইসলামী রাষ্ট্রের সহকারীসহ জিহাদিরা।

সাহস২৪.কম/ইতু