‘ইরানের নির্দেশে হুতি বিদ্রোহীরা সৌদি তেল পাম্পে হামলা চালিয়েছে’

প্রকাশ : ১৬ মে ২০১৯, ১৭:৫৯

সাহস ডেস্ক

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান অভিযোগ করেছেন, ইরানের নির্দেশে হুতি বিদ্রোহীরা সৌদি তেল পাম্পে সন্ত্রাসী হামলা চালিয়েছে।

১৬ মে (বৃহস্পতিবার) এক টুইটবার্তায় তিনি বলেন, ‘সম্প্রসারণবাদী এজেন্ডা বাস্তবায়ন করতে হুতিদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান।’

ইয়েমেনে গত চার বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতিরা।

গত মঙ্গলবার সৌদি আরবের দুটি তেলপাম্পে হামলা চালানোর দাবি করেছে তারা। যদিও সৌদির দাবি, এতে তাদের তেল উত্তোলন ও রফতানি বাধাগ্রস্ত হয়নি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, ‘ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অবিচ্ছেদ্য অংশ হচ্ছে হুতি বিদ্রোহীরা। বিপ্লবী গার্ডের নির্দেশই মেনে চলে তারা। কাজেই সৌদি স্থাপনায় হামলা চালাতে ইরান নির্দেশ দিয়েছে, তা প্রমাণের জন্য এটাই যথেষ্ট।’

সংযুক্ত আরব আমিরাত উপকূলে দুটি সৌদি তেলট্যাংকারে নাশকতামূলক হামলার দুই দিন পর দেশটির তেল পাম্পে এই হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত