একজন হিন্দু কখনো জঙ্গি হয় না: মোদি

প্রকাশ : ১৫ মে ২০১৯, ১৯:০০

সাহস ডেস্ক

সম্প্রতি হিন্দু জঙ্গি নিয়ে ব্যাপক তোলপার চলছে ভারতে। এমন সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করে বলেছেন ‘একজন হিন্দু কখনই জঙ্গি হতে পারেন না’।

দেশটির খ্যাতিমান অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া কমল হাসান মন্তব্য করেছিলেন, স্বাধীন ভারতের প্রথম জঙ্গি নাথুরাম গডসে একজন হিন্দু ছিলেন। তারই জবাবে মোদী এ মন্তব্য করেন।

মোদি বলেন, ‘কমল হাসানের জ্ঞান আমার থেকে হয়ত বেশি। কিন্তু আমার অল্প জ্ঞানেই আমি যা বুঝি তা হল হিন্দু কখনো জঙ্গি হতে পারে না। আবার জঙ্গিও কখনো হিন্দু হতে পারে না।’

এর আগে গেরুয়ার উপড়ে সন্তাসের তকমা লাগানোর প্রচেষ্টার সমালোচনাও করেছিলেন মোদি। 

উল্লেখ্য, কমল হাসানের ওই মন্তব্যের পর তার বিরুদ্ধে মামলা করেছে বিজেপি। বিজেপি নেতা অশ্বিন উপ্যাধায় আদালতে গিয়ে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের করেন। 

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত