নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ৫ ডলার ‘ঘুষ’

প্রকাশ : ১৫ মে ২০১৯, ১৭:০১

সাহস ডেস্ক

ড্রাগন বিষয়ে গবেষণা করার অনুরোধ জানিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে পাঁচ ডলার ঘুষ দিয়েছে ১১ বছর বয়সী এক শিশু।

এক চিঠির সঙ্গে ওই অর্থ পাঠায় ভিক্টোরিয়া নামের এক শিশু। তবে এক পাল্টা চিঠিতে তার ঘুষের অর্থ তাকে ফেরত পাঠিয়েছেন আরডর্ন।

ড্রাগনদের প্রশিক্ষক হিসেবে কাজ করতে চায় ভিক্টোরিয়া। তাই সে সরকারকে ড্রাগন বিষয়ে গবেষণার অনুরোধ করেন। প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে একটি চিঠির সাথে নিউজিল্যান্ডের ৫ ডলার (৩.২ মার্কিন ডলার বা ২.৫ পাউন্ড) যুক্ত করে পাঠায় সে। আপাতদৃষ্টিতে সেটিকে ঘুষ হিসেবেই ধরে নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ভিক্টোরিয়াকে চিঠি পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন আরডর্ন।

তিনি তার চিঠিতে আরো জানান, আমরা ড্রাগন নিয়ে তোমার পরামর্শ পড়তে খুবই আগ্রহী ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আপাতত আমরা এই খাতগুলোতে কোনো কাজ করছি না। তাই, আমি তোমাকে তোমার ঘুষের অর্থ ফেরত পাঠাচ্ছি। ড্রাগন নিয়ে তোমার অনুসন্ধানে আমার শুভকামনা রইলো।

গত মার্চে লুসি নামের এক আট বছর বয়সি মেয়ে আরডর্নের অস্ত্র নিষিদ্ধের সিদ্ধান্তের প্রশংসা করে এক চিঠি পাঠায়। 

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত