মধ্যপ্রাচ্যে যাচ্ছে ১ লাখ ২০ হাজার মার্কিন সৈন্য

প্রকাশ : ১৫ মে ২০১৯, ১৬:৫৫

সাহস ডেস্ক

ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ১ লাখ ২০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে হামলার জবাব দিতেই এত বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করা হচ্ছে।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা বৈঠকে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান এই পরিকল্পনা তুলে ধরেন।

এই পরিকল্পনার মধ্যে দিয়ে এক মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে ১ লাখ ২০ হাজার সৈন্য মোতায়েনের কথা রয়েছে। ২০০৩ সাল থেকে ইরাকে মোতায়েন সৈন্যদের তুলে নিয়ে নতুন করে গালফ অঞ্চলে মোতায়েন করা হবে।

তবে এ বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। এ ব্যাপারে সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে হোয়াইট হাউজে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি। আর কোনো মন্তব্য করতে অস্বীকার করে পেন্টাগন।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত