চীনে মুসলিমদের নজরদারিতে ‘মহাশক্তিশালী’ ক্যামেরা

প্রকাশ : ১৫ মে ২০১৯, ১৫:৪৭

সাহস ডেস্ক

চীনের সংখ্যালঘু মুসলমানদের নজরদারিতে রাখতে দেশটির একটি বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় সহযোগিতায় ক্যামেরা বানাচ্ছে যা ৪৫ কিলোমিটার বা ২৫ মাইল দূর থেকেও মানুষের ওপর নজরদারি করতে পারবে।

আন্তর্জাতিক গণমাধ্যমে এই ক্যামেরাকে ‘মহাশক্তিশালী’ বলে উল্লেখ করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে ধোয়ায় আচ্ছন্ন এলাকায়ও ছবি তোলা যাবে।

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক ঝেং-পিং লির নেতৃত্বে এই ক্যামেরা বানানো হচ্ছে বলে ‘ভাইস’ নামের একটি পত্রিকায় বলা হয়েছে।

এই ক্যামেরা তৈরি করা হচ্ছে লেজার এবং শনাক্তকরণ পদ্ধতিতে। যাকে নজরে রাখা হবে, লেজার দিয়ে প্রথমে তার ওপর আলো ফেলা হবে। তারপর প্রতিফলিত আলো ব্যবহৃত হবে ছবি তুলতে।

পরীক্ষামূলকভাবে চীন ইতিমধ্যে এই ক্যামেরার ব্যবহার শুরু করেছে। সাংহাই দ্বীপের একটি বিশতলা ভবনের ওপর একটি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত