ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র

প্রকাশ : ১৫ মে ২০১৯, ১৩:০৯

সাহস ডেস্ক

ইরানের কাছ থেকে ‘স্বাভাবিক দেশের’ আচরণ চায় যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে যুদ্ধ চায় না। তবে মার্কিন স্বার্থ ক্ষুণ্ন হলে জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। 

১৪ মে (মঙ্গলবার) রাশিয়ার সোচি শহরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে একধরনের ‘যুদ্ধাবস্থা বিরাজ’ করছে।

পম্পেও বলেন, ‘যুক্তরাষ্ট্র ‘মৌলিকভাবে’ ইরানের সঙ্গে কোনও সংঘাত চায় না। আমরা ইরানিদের কাছে স্পষ্ট করতে চাই যে যদি আমেরিকান স্বার্থের ওপর আক্রমণ করা হয় তাহলে আমরা নিশ্চিতভাবে যথাযথ উপায়ে প্রতিক্রিয়া জানাবো।’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের ঘোষণা দেয়।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কোন যুদ্ধ হবেনা।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত